টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের মাইদালচালা বাজারে ফার্নিচার ব্যবাসায়ী আলহাজের উপর মনারপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী মকবুল বাহিনীর মামুন, তোফাজ্জল আলম, দুলাল বাহিনীর অত্যাচার ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে সোমবার (১৫ মে) বিকাল ৫টায় ১০ গ্রামের সহ্রাধিক মানুষ অংগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিঘর ইউনিয়নের মাইদারচালা এলকাসী আয়োজিত মাইদারচালা বাজাওে ২ ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে বক্তব্য রাখেন দিঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, সাবেক মেম্বার লাল মাহমুদ,নজরুল ইসলাম, ব্যবসায়ী ইদ্রিস কদমতলী অটোবাইক শ্রমিক সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দিঘর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ মহিলা সদস্য মোছাম্মত জোবেদা বেগমসহ সমাজে গন্য মান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় গ্রামবাসী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বার্তাবাজার/এম আই