চট্টগ্রামে বাস হতে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা।
তিনি বলেন, মামুন নামে এক ভুক্তভোগী শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর ষোলশহর থেকে বন্দর ২নং মাইলের মাথা যাওয়ার উদ্দেশ্যে ১০ নং বাসে উঠেন। বাসটি মাইলের মাথার কাছাকাছি পৌঁছালে বাসের হেলপার ভয়ভীতি প্রদান করে মোবাইল ছিনিয়ে নিয়ে বাস থেকে ধাক্কা মেরে নামিয়ে দেয়। এ সময় হেলপার মোঃ মাহাদুল করিম ছিনতাই করা মোবাইল সেটটি আরেক হেলপার মোঃ রাকিবকে দিলে কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যায়। এ সময় চালক মোঃ মফিজ বাসটি সামনের দিকে চালানোর চেষ্টা করলে বাসে থাকা যাত্রীরা কিশোরের চিৎকারে পথচারী সহায়তায় বাসটি আটক করা হয়। এ সময় পুলিশ বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরকে গ্রেফতার করে।
পরে বাসের চালক ও হেল্পারের তথ্যের ভিত্তিতে রাকিব নামে বাসা থাকা কিশোরকে গ্রেফতার ও ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সঞ্জয় সিনহা।
বার্তাবাজার/এম আই