চট্টগ্রামে ছয়টি চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা মডেল থানার এসআই মোঃ আব্দুল কাদির।
তিনি বলেন, শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, আহাদ বিন কাশেম প্রকাশ অভি, ইসফাইজ রহমান পাভেল ও মোঃ রাফিকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/রাহা