জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মৃতীচারন ও আলোচনা সভা শনিবার সকাল (৫আগষ্ট)সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পুস্পস্তবক অর্পন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত,উপজেলা পরিষদ অডিটোরিয়ামে,ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু,পৌর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস,২ঘাটাইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা,দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/রাহা