আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রার্থীতা ঘোষণা করলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
সোমবার (১৫ মে) বিকালে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়ে ফরিদপুর-১ আসনের নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য উত্তরাধিকার গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মাণ ও বাস্তবায়নের লক্ষে আমার এই প্রার্থীতা ঘোষণা। একজন এমপি জনগণের কত আপন হতে পারে তা একটার্ম জনগণের সেবা করে মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশা মিয়া বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন পেলে নির্বাচন করবো বলে ফরিদপুর-১ আসনের নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছি। মনোনয়ন বঞ্চিত হয়ে দলের প্রার্থীকে জয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি। দলের নেতাকর্মীদের ভালোবাসা, সমর্থন এবং ফরিদপুর-১ আসনের আপামর মানুষের সমর্থন এবং দোয়া রয়েছে আমার প্রতি।
মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, বোয়ালমারী জেলা পরিষদের সাবেক সদস্য জাফর সিদ্দিকী ও বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা প্রমুখ।
বার্তা বাজার/জে আই