বিএনপির বাণিজ্য-বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অপর তিনজন হলেন—নয়ন মিয়া, শাহিন মিয়া ও আজিজুল ইসলাম।
বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ৪ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।
আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩ আগস্ট বৃহস্পতিবার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
আদালতের নির্দেশনা অমান্য করে সালাউদ্দিনকে গ্রেপ্তার, দাবি আইনজীবীদেরআদালতের নির্দেশনা অমান্য করে সালাউদ্দিনকে গ্রেপ্তার, দাবি আইনজীবীদের গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। যাত্রাবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা হয়। তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়। সেই মামলার দুটিতে এক নম্বর আসামি সালাউদ্দিন আহম্মেদ। বাকি দুই মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।
বার্তাবাজার/এম আই