পিয়ন পদে চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহ (৫২) এর বিরুদ্ধে। সোমবার (১৫ মে) ডি.এস. কামিল মাদ্রাসার অস্থায়ী পিয়ন মো. জহিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনো) বরাবর এই নিয়ে একটি অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে হৃদরোগে মারা যান জহিরুলের পিতা, উনি ওই ডি.এস. কামিল মাদ্রাসার পিয়ন ছিলেন। আচমকা বাবার মৃত্যুতে সংসারে দেখা দেয় অভাব অনটন। এমতাবস্থায় সংসারের টানাপোড়নের ফলে বাবার পদে অস্থায়ী হিসেবে যোগ দেন জহিরুল ইসলাম। যোগ দেয়ার পর চলে যায় দীর্ঘদিন তারপর ৫ লাখ টাকার বিনিময়ে চাকুরী স্থায়ী করণের প্রস্তাব দেন ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শহীদুল্লাহ।
চাকুরী স্থায়ীকরণের আশায় বেশ কিছু দিন আগে বাবার এককালীন অবসের টাকা, গোয়ালের গরু, ফসলি জমি বন্ধক রেখে ৩ লাখ ৭০ হাজার টাকা কয়েক দফায় অধ্যক্ষের হাতে তুলে দেন ওই অধ্যক্ষের হাতে। এরপর দীর্ঘ সময় পার হলেও চাকুরী স্থায়ীকরন না হলে টাকা ফেরত চাইতে থাকেন জহিরুল। এ দিকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন ওই অধ্যক্ষ। অবশেষ উপায় না পেয়ে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী জহিরুল।
অপর দিকে অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার কথাবলে আরও ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে ওই অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ তোলেন পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মো. মোস্তাকিম নামের এক ব্যক্তি। মোস্তাকিম জানায়, অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার কথাবলে ১০ লাখ টাকা নেয় ওই অধ্যক্ষ। চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে সপ্তাহখানেক আগে ৩ লাখ টাকা ফেরত দেন ।এদিকে মোস্তাকিমের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে তা ফেরত দিয়ে দিয়েছেন বলেও জানান ওই অধ্যক্ষ।
জহিরুলের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ মো.শহীদুল্লাহ বলেন জহিরুলের সাথে আমার টাকার কোন লেনদেনই হয়নি। বরং জহিরুল আজ (১৫ মে) সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর লোকজন নিয়ে আমার অফিসে ঢুকে আমাকে লাঞ্ছিত করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘ চাকুরী স্থায়ীকরনের আশ্বাসে অধ্যক্ষের বিরুদ্ধে পিয়নের অভিযোগ পেয়েছি। আবার ওই পিয়নের বিরুদ্ধেও লাঞ্ছিতের অভিযোগ দিয়েছে অধ্যক্ষ। দু’টোই তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
বার্তা বাজার/জে আই