কুমিল্লার মুরাদনগরে ছাগলে চারা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে বিল্লাল হোসেন (৩৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এসময় সন্ত্রাসীদের হামলায় আরো একজন গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল এলখাল গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার এলখাল গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে বিল্লাল হোসেন তার বাড়ীর পাশের কিছু যায়গায় মাটি ফেলে গাছের চারা রোপন করে। প্রতিবেশী মোকলেস মিয়ার দুটি ছাগলে বিল্লাল হোসেনের রোপন করা চারাগাছ খেয়ে ফেলে। চারাগাছ খেয়ে ফেলায় বিল্লাল ছাগল দুটিকে ধরে এনে আটকে রাখে। ছাগল আটকে রাখার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মুকলেস ও তার ভাই কালন মিয়া এবং তার ছেলে জাকিরসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসীদল ছুরি লাঠিসোটা নিয়ে বিল্লালের বাড়ীতে হামলা চালায়। এসময় বিল্লাল হোসেন ও তার ভাই আইয়ুব আলীকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিল্লাল হোসেনের মৃত্যু হয়। আহত আইয়ুব আলী
দেবিদ্বার সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুশ চন্দ্র সাহা ও বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমি এখনো ঘটনাস্থলে আছি। মরদেহ দেবিদ্বার হাসপাতালে রয়েছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এম আই