কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার হোটেলে খাবার তৈরিও বিভিন্ন মশলার কারখানায় ভেজাল মশলা তৈরি করা অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভৈরব বাজারের হলুদ পট্টি, মিষ্টি পট্টি রাণীর বাজারসহ বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।

এ সময় ভৈরব বাজার হলুদ পট্টি এলাকায় একটি মশলা কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫দিনের জেল ঘোষণা করা হয়।

পরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের অতিরিক্ত মূল্য নেয়ার দায়ে ভৈরব বাজারের ৫টি খাবার হোটেলকে জরিমানা করা হয়। এরই মধ্যে আম্মাজান হোটেলকে ২৫ হাজার, আব্বাজান (আলমগীর হোটেলকে) ২৫ হাজার, রমেশ হোটেলকে ২৫ হাজার, ভগবতী হোটেলকে ২৫ হাজার ও দারুচিনি রেস্তোরাঁকে ২০ হাজারসহ মোট ১ লাখ ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওই অভিযানে ভৈরব থানা পুলিশ সহযোগিতা করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন বলেন, কাঠের গুড়া, ভূসি, চালের গুড়া ও রং মিশিয়ে ভেজাল মশলা উৎপাদন ও বিভিন্ন খাবার হোটেলে অতিরিক্ত মূল্যে খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধের দায়ে একটি মশলার মিল ও ৫টি খাবার হোটেলকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এম আই