ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) সকাল সাড়ে এগারোটায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি এ.এইচ.এম নাহিদের সভাপতিত্বে এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ. কে. এম মতিউর রহমান এবং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে অতিথিবৃন্দরা নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা এধরনের আয়োজন করি প্রধানত দুটি কারণে। একটি হলো আমাদের সকলের সাথে একটা পরিচিতি আনুষ্ঠানিকতার আরেকটি হচ্ছে নতুন ছাত্রছাত্রীদের নিয়েই তাদের গাইডেন্স মানে পুরো বক্তৃতার মাধ্যমে তাদেরকে আগামীদিনের ডিরেক্টিব স্টার্ট তারা কোনদিকে যাবে বা যাবে না এই ধারণা দেওয়া।

তিনি নবীন শিক্ষার্থীদের বলেন ফুল হয়ে সৌরভ ছড়াতে। কারণ একটি ফুলে যখন সুঘ্রাণ থাকে তখন অটোমেটিক ফুলের চারপাশে মৌমাছি জড়ো হয়। আমি আশা রাখি আপ্নারা নিজেকে সমৃদ্ধ করে দেশকে সমৃদ্ধ করার পথে এবং বিশ্বমানবতাকে সবচেয়ে বেশি তুলে ধরার ক্ষেত্রে এগিয়ে আসবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার/জে আই