জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে, রায় ঘোষণার আগ থেকেই বিএনপি দলীয় কার্যালয় নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে। এতে নয়াপল্টন থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (২ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকেই বিএনপির দলীয় কার্যালয় ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বিএনপি শত শত নেতাকর্মী অবস্থান করছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে, রায় ঘোষণা পর তা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের দাবি, তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়ার চক্রান্ত হচ্ছে।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, রায় ঘিরে বিএনপি যেন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

রায়কে কেন্দ্র করে বিএনপির গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায় নিয়ে কথা বলবেন। আসতে নতুন কর্মসূচি।

এর আগে, সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালত প্রাঙ্গণে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটে।