গুরুদাসপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ওই ধর্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জবানবন্দি গ্রহণের জন্য গতকাল বুধবার সকালে শিশুটিকেও আদালতে নেওয়া হয়। ধর্ষক জালাল উদ্দিনের বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লহ্মীপুর মধ্যপাড়া গ্রামে।
শিশুটির মা অভিযোগ করে বলেন, অভিযুক্ত জালাল তার প্রতিবেশি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ির সামনে থেকে তার কন্যাশিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করেন জালাল। এসময় শিশুটি চিৎকার করলে প্রতিবেশিরা গিয়ে উদ্ধার করে। এঘটনায় মঙ্গলবার রাতেই তিনি বাদি হয়ে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মামলা দায়ের পরপরই অভিযান চালিয়ে ধর্ষক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
বার্তা বাজার/জে আই