ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি-শনিবার (২৯জুলাই) ১২টা ৫৩মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার কলেজ মোড় রিয়াদ-রাতুল ফার্মেসীর সামনে থেকে লক্ষাধিক টাকার হেরোইন স্মামী স্ত্রীকে আটক করেছে ঘাটাইল থনা পুলিশ।
আটকৃতরা হলো চান্দসী পশ্চিমপাড়া কাজী রোডের মৃত আজাহার আলী ছেলে আনিছুর রহমান আনিছ(৩৮) তার স্ত্রী মোছাম্মত জান্নাত(৩৫)। তাদের কে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় শনিবার দুপুর ১২টা৫৩মিনিটে পৌর এলাকার কলেজ মোড়ে রিয়াদ রাতুল ফার্মেসীর সামনে আনিছুর রহমান(৩৮) ও তার স্ত্রী মোছাম্মত জান্নাত হেরোইন বিক্রির উদ্দেশ্যেদাড়িয়ে থাকে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা তাদের আটক করে। তাদের কে চ্যালেঞ্জ করলে তারা অস্বীকার করেন। মাদক ব্যবসায়ী আনিছুর রহমার দৌড়ে পালানোর সময় তাদের আটক করে দেহ তল্লাশী করে দশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন আনুমানিক মূল্য এক লক্ষ পাঁচশত টাকা, নগদ সাত হাজার টাকা একটি স্যামসাং এ ১২ মোবাইল সেট উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থনার অফিসার্স ইনচার্জ(ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মুল করাই হলো আমাদের মুল লক্ষ্য।ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/জে আই