কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জব্বার মিয়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে শুম্ভুপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জব্বার মিয়া ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন, শিমা আক্তার (২৫), শুভকণ্য (১৮), তোফাইল আহমেদ (২২) ও আজিজুর রহমান (২৬) সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় ভৈরবের শম্ভুপুর এলাকায় কিশোরগঞ্জ -থ-১১-০৬৮৭ সিরিয়ালের একটি সিএনজি ও ঢাকা মেট্রো -অ- ১৩-০৮৭৩ সিরিয়ালের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায়। এসময় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। আর আহত বাকি চারজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

প্রত্যক্ষদর্শী নিহতের ভাগনে আজিজুল জানান, আমার মামা ঢাকায় ছেলের বাসায় বেড়ানোর জন্য মেন্দিপুর হতে সিএনজি যোগে ভৈরব যাচ্ছিলো। সেখান থেকে পরিবারসহ সবাই বাসে করে ঢাকার যাওয়ার জন্য বাসে উঠার কথা ছিলো। তারা সিএনজি যুগে মেন্দিপুর থেকে ভৈরব আসার পথে শম্ভুপুর এলাকায় আসলে ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি হয়। এতে আমার মামা গুরুত্ব আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এছাড়া আমার পরিবারের আরো চারজন আহত হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে।

বার্তাবাজার/এম আই