টাঙ্গাইলের সখীপুরে তিন মাস জেল ও ৫ লাখ টাকা অর্থ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী বাদল মিয়া(২৮)কে গ্রেফতার করেছে সখীপুর থানার পুলিশ।
রবিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা তিনটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল মিয়াকে ছদ্মবেশ ধারণ করে গ্রেফতার করে সখীপুর থানার পুলিশ কর্মকর্তা।
বাদল মিয়া উপজেলার কালিয়া বটতলা এলাকার মো.আব্দুল করিমের ছেলে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার এএসআই আব্দুস সালাম ছদ্মবেশ ধারণ করে ওই সাজাপ্রাপ্ত আসামির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পরে পৌরসভার সখীপুর-কচুয়া সড়কের খাদ্যগুদামের সামনে থেকে সাজাপ্রাপ্ত আসামী বাদলকে গ্রেফতার করতে সক্ষম হয় সখীপুর থানা পুলিশ।
সখীপুর থানার ওসি মো.রেজাউল করিম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে কৌশলে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/জে আই