ঘূর্ণিঝড় মোখার রেশ না কাটতেই জীবনের ঝুকি নিয়ে সেন্টমার্টিন দূর্গতদের দেখতে গেলেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। এসময় তিনি অন্তত ৩ হাজার দূর্গত নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সোমবার সকাল ১০টায় ব্যক্তিগত স্প্রীট বোট যোগে তিনি সেন্টমার্টিন পৌছান।

ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে বেশী অক্রান্ত হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তচনছ হয়ে পড়েছে দ্বীপের ঘর বাড়ি। অসাহয়ে পড়েছে সেখানকার বাসিন্দারা। তাদের দূর্দশা দেখতে সকালে দ্বীপে পৌছান সাবেক সাংসদ বদি। দ্বীপে পৌছে বেশ কিছু ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি। বদির সেন্টমার্টিন যাওয়ার খবরে সেখারকার নারী-পুরুষ জমায়েত হোন বদির মালিকানাধিন সান রাইজ রিসোর্টে। পরে সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩ হাজার নারী-পুরুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় হেভেন গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী আব্দুল করিম ও দ্বীপের জনপ্রতিনিধিসহ গণ্যমান্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অর্থ সহায়তা প্রদান কালে অনেকে জানান, বদি ব্যাথিত দ্বীপে এই পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা রাজনৈতিক কোন নেতা পরিদর্শনে আসেনি। কোন ত্রান সহায়তাও দেয়নি।

সাবেক সাংসদ আব্দুর রহমান বদি জানান, দ্বীপের মানুষ গুলো বড়ই অসহায়। আমি গণমানুষের নেতা, আমি তাদেরই প্রতিনিধিত্ব করি। আমার দ্বায়বদ্ধতা থেকে সবার আগে দ্বীপের মানুষের সাথে দেখা করতে এসেছি। দ্বীপে বেশ কিছু এলাকার ঘর বাড়ি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে। একটি তালিকা তৈরী করে পরবর্তীতে তাদের বাড়িঘর মেরামতে অর্থ সহায়তা দেয়া হবে।

বার্তা বাজার/জে আই