বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আওয়ামী লীগ-গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষে থেকে আপ্যায়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য এ কাজ করেছে সরকার।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আগামী দুই-একদিনের মধ্যেই সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, শনিবার বিকেলে গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনস্থ ব্যক্তিগত কার্যালয়ে বলেন, আমাকে আপ্যায়ন করার সময় যখন ছবি তুলে তখনই সন্দেহ করেছিলাম এ ছবিগুলো ভাইরাল করবে। হয়েছেও তাই।
বার্তাবাজার/এম আই