বাংলাদেশ সড়ক পরিবহণ ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, রাজনৈতিক দলগুলো জনগণের ভোটেই ক্ষমতায় যাবে এটাই বিধান। কিন্তু বিএনপি পেট্রোল বোমা মেরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। গতকাল মহাসমাবেশ করে ঠিক এমনই কাণ্ড ঘটিয়েছেন তারা।
শনিবার (২৮ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় এমন মন্তব্য করেন তিনি।
শাজাহান খান বলেন, সারাদেশেই শ্রমিকদের মাঝে মতভেদ রয়েছে। কিন্তু বৃহত্তর দলের স্বার্থে শ্রমিকদের দল একটি। কোনো কিছু হলে সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। এ কারণে শ্রমিকলীগের সংগঠন অনেক শক্তিশালী।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত বছরগুলোতে কীভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে শ্রমিকসহ যাত্রীদের পুড়িয়ে মারা হয়েছে। ওই সময় হাজার হাজার গাড়ি উড়িয়ে ভাঙচুর করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল। শুধু তাই নয়, ৯২ জন চালক-হেলপারকে হত্যা করেছে, শতাধিক শ্রমিক পঙ্গু হয়েছে। তিন শতাধিক শ্রমিক আহত হয়েছে। ২০১৩-২০১৫ সালে তারা (বিএনপি-জামায়াত) আমাদের শ্রমিকদের রক্ত দিয়ে ক্ষমতা যাওয়ার সিঁড়ি তৈরি করতে চেয়েছিল। আজকেও ঢাকায় তারা দুটি বাস পুড়িয়েছে। এ সময় শ্রমিকদের উপর যদি কেউ অন্যায়ভাবে কখনো কোনো অত্যাচার করে তাহলে অন্যায়কারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
বার্তাবাজার/এম আই