ইপি নক্ষত্র এ্যাওয়ার্ড ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী রাজধানীর কাকরাইলের ভিআইপি রোডে অবস্থিত আইডিইবি সেন্টারে ইপি নক্ষত্র এ্যাওয়ার্ড ও উদ্যোক্তা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

জানা যায়, ইপি প্রায় ১ লক্ষ ৪৪ হাজার উদ্যোক্তা নারীদের একটি সংগঠন। ইপি নারীদের ভাগ্য উন্নয়নে এবং স্বাবলম্বী করে উদ্যোক্তা হিসেবে সমাজে গড়ে তুলতে কাজ করছে। ইপি উদ্যোক্তাদের তৈরী নানা পণ্য দেশ ছাড়িয়ে বাহিরের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছে। ইপি নক্ষত্র এ্যাওয়ার্ড ও উদ্যোক্তা সম্মেলনে এবছর ৩০ টি ক্যাটাগরিতে সফল ৮০ জন নারী উদ্যোক্তা / প্রতিষ্ঠানকে ইপি নক্ষত্র এ্যাওয়ার্ড ও গুণীজন সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেছে।

ইপি ক্রিয়েটর এডমিন রনি রহমানের সভাপতিত্বে ও উপস্থাপক অভিনেতা আরজে নিরব ও বারিশ হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ড. শেখ মো. রেজাউল ইসলাম, ই- কমার্সের জগতের তরুণ সফল উদ্যোক্তা, আলাউদ্দিন সোহেল, নরুন নবী হাসাান, মোহাম্মদ হাসানুজ্জামান,
ই-ক্যব পরিচালক সাইদুর রহমান সাইদ, অভিনেতা সজল নূর, অভিনেত্রী কেয়া, পায়েল, দিঘি, ইপি ক্রিয়েটর এডমিন আ স ম মুহতাসিম ফুয়াদ সোহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইপি ক্রিয়েটর এডমিন রনি রহমান বলেন, ইপি নারী সমাজকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব। ইপি উদ্যোক্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে নারীদের গড়ে তুলবে। নারীরা উদ্যোক্তা হয়ে এখন স্বাধীনভাবে সব পেশায় কাজ করতে পারছেন। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং এর গতি আরো বাড়াতে হলে বাধাগুলো দূর করতে হবে। নারীদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।

বার্তা বাজার/জে আই