অবস্থান কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্দেশেই বিএনপির লোকজন ধোলাইখালে পুলিশের ওপর হামলা করে। এমন দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের যুগ্ম কমিশনার (সাইবার ও স্পেশাল ক্রাইম) খন্দকার নুরুন্নবী।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি (গয়েশ্বর চন্দ্র) এই সমাবেশে লিড দিচ্ছিলেন। তাঁর আদেশেই বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে তাঁকে আমরা হেফাজতে নেই।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বিএনপি বাবুবাজার ব্রিজের নিচে অবস্থান করে সমাবেশ করতে চেয়েছিল। তাঁরা আমাদের কমিশনার স্যারের কাছ থেকে অনুমতি পাননি। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আমরা সকাল থেকেই আমাদের অবস্থানে ছিলাম। যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং যানচলাচল যেন বিঘ্ন না হয়।’

তিনি বলেন, ‘পরবর্তীতে তাঁরা (বিএনপি) রাস্তা ব্লক করেন। এ সময় যানবাহন ও সাধারণ মানুষ চলতে পারছিল না। আমরা প্রথমে তাঁদের ওয়ার্নিং দেই রাস্তা ছাড়ার জন্য। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করেন।’

যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী বলেন, ‘এই হামলায় আমাদের ১০-১৫ জন অফিসার ও ফোর্স আহত হয়। পরবর্তীতে আমরা তাঁদের রাস্তা থেকে সরাতে সক্ষম হই এবং সেখান থেকে আমরা ১২ জনকে আটক করি।’

বার্তাবাজার/এম আই