ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের ৫০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, আলফাডাঙ্গা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মজিবুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মকিবুল হাসান মক্কা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা।
এসময় বক্তারা আরিফুর রহমান দোলনের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, আরিফুর রহমান দোলন একাধারে একজন দেশবরেণ্য সাংবাদিক, লেখক, আদর্শিক রাজনীতিবিদ ও সমাজসেবক। এ অঞ্চলে তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, মন্দিরসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামাগত ব্যাপক উন্নয়ন হয়েছে। যা এখনও চলমান। কামারগ্রামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টিটিসি) নির্মাণ হয়েছে। এটি একমাত্র দোলনের কারণেই এখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে দৌড়ঝাঁপ করে এখানে টিটিসি এনেছেন দোলন। আলফাডাঙ্গা পরিষদ চত্বরে একটি ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ হয়েছে; সেটিও দোলন সাহেব চেষ্টা-তদবির করে এনেছেন। করোনাকালীন সময়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর হাজার হাজার মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল তখন তাদেরকে খাদ্য সহয়তা দিয়ে পাশে ছিলেন। শুধু এই-ই নয় ফরিদপুর-১ আসনের হাজারো মানুষকে তিনি বিনামূল্যে চোখের চিকিৎসা করিয়েছেন। শত শত বেকার শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। এ রকম সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও আছে, যা বলে শেষ করা যাবে না।
আলোচনা সভা শেষে আরিফুর রহমান দোলনের দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। সবশেষে উপস্থিত সকলে কেক কেটে আরিফুর রহমান দোলনের ৫০তম জন্মদিন উদযাপন করেন।
বার্তা বাজার/জে আই