কক্সবাজারের টেকনাফে ফারিহা খানম জেরিন (৯) নামের এক শিশুকে অপহরণের পর ধর্ষন করে হত্যা করা হয়েছে। এই ঘটনার দ্বায়ে এরফান (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে র্যাব।
ধৃত এরফান উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার দারুস সুন্নাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মো. আলীর ছেলে ও হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে একই দিন বিকেলে ওই মাদ্রাসার পেছনের নালা থেকে শিশু জেরিনের মরদেহ উদ্ধার করে র্যাব। সে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্রী।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুস সালাম জানান, গত ১৭ জুন পশ্চিম শিকদারপাড়া এলাকা হতে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী ফারহা খানম জেরিন অপহরণ শিকার হয়। এর পরে অপহরণকারী ফোনে ভিকটিমের মায়ের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিদেয়। বিষয়টি জানার পর র্যাবের একাধিক দল গোয়েন্দা নজরদারী শুরু করে। পরে ২৮ জুন বিকেলে দারুদ সুন্নাহ মাদ্রাসার পেছনে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার কয়েক ঘন্টা পর শিশুটিকে হত্যার দ্বায়ে এরফানকে দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরফানের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরো জানান, ২৭ জুলাই বিকালে জেরিন বাড়ির পাশ্ববর্তী একটি দোকানে গেলে এরফান খাবারের প্রলোভন দেখিয়ে দারুস সুন্নাহ মাদ্রাসায় তার বাবার অফিস কক্ষে নিয়ে হাত-পা বেধে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিমের অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাটি ধামাচাপা দিতে দড়ি দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পরিহিত জামা কাপড় পলিথিনে মুড়িয়ে আসামী এরফানের বাসার পার্শ্বে একটি নালায় লুকিয়ে রাখে এবং গভীর রাতে লাশটি গুমের উদ্দেশ্যে উক্ত মাদ্রাসার পেছনে একটি নর্দমায় ফেলে চলে আসে। ধৃত এরফান আরো জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে অপহরণের ঘটনা সাজিয়ে মুক্তিপণ দাবী করে।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/জে আই