বগুড়ার সোনাতলায় অনাকাঙ্ক্ষিত ভাবে ফিল্মি স্টাইলে কসাইয়ের দা দিয়ে দুজনকে কুপিয়ে জখম করেছে পাগল প্রকৃতির এক যুবক।
এঘটনায় ওই যুবকে জনতা কর্তৃক গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ১৫এপ্রিল সোমবার সকালে সাড়ে সাত টায় পৌর এলাকার রেল গেট মিন্টু কসাইয়ের দোকানের সামনে এঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা হলেন, পৌর এলাকার লাহিড়ী পাড়া গ্রামের মৃত আফছার আলী প্রধানের ছেলে মো: লাল মিয়া প্রধান(৫৩) ও সদর ইউনিয়নের মন্ডমালা গ্রামের আব্দুল মফিজের ছেলে মোনারুল ইসলাম (৩৫)। এদের মধ্যে লাল মিয়ার অবস্থার বেগতিক দেখে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী জানায়, পাগল প্রকৃতি ওই যুবকটি সকালে রেলগেট মিন্টু কসাইয়ের দোকান থেকে অতর্কিত ভাবে দা নিয়ে প্রথমে দোকানে থাকা মোনারুল নামে কসাইকে চোট মারে পরে ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গে লাল মিয়া নামে পান ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গনধোলাই দেয় যুবককে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকে থানা নিয়ে যায়।
এসময় সবাই বলা বলি করছে যুবকটি পাগল তাই এ ঘটনা ঘটিয়েছে ।জানাযায় পাগল প্রকৃতির ওই যুবক উপজেলার করমজা গ্রামের মোজাফফর ছেলে জাহাঙ্গীর। প্রবাস থেকে আসার পর পাগল হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
বার্তা বাজার/জে আই