মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন জাসদের উদ্যেগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার গয়েশপুর ইউনিয়ন চাকদাহ ব্রিজ সংলগ্ন এ কর্মীসভা হয়।
অনুষ্ঠানে গয়েশপুর ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে উপজেলা সংখ্যা লঘু বিষয়ক সম্পাদক দিলীপ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি,সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্রী,যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক এ্যাড.মিজানুর রহমান ফিরোজ, সদস্য তৌহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলার জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল , ওয়াহাব শেখসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল আলম বলেন, দেশে উন্নয়নের পাশাপাশি কোটি কোটি টাকা পাচার হচ্ছে। সর্বত্র দুর্নীতি আর অপচয় বেড়েই চলছে। একশ্রেণির সিন্ডিকেট লুটপাটের আসর বসিয়েছে। এ কারণেই সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ দুর্নীতিবাজ নন, তারা দেশপ্রেমিক। সাধারণ মানুষের হৃদয়ের হাহাকার আমরা শুনতে পাচ্ছি। সরকারকে তাই এ সব বিষয় আমলে নিতে হবে।
আগামী ২৭ মে শনিবার সু শাসনের দাবিতে মাগুরায় জাসদের জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসানুল হক ইনু এমপি। জনসভা সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
বার্তা বাজার/জে আই