আওয়ামী লীগের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার লোক এসেছে। এ মাঠ প্রায় ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনও আওয়ামী লীগের ঘাঁটি আছে।’

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বিশাল মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসেন শামীম ওসমান। সেখানে তার প্রবেশের সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা বলতে থাকেন, ‘বাঘ এসেছে বাঘ, খেলা হবে’।

যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শেখ হাসিনার একটি নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। শামীম ওসমান বলেন, ‘এটা আমরা মোকাবিলা করব এবং শান্তিপূর্ণভাবে। আমরা মনে করি, আমাদের শক্তির উৎস হচ্ছে উপরে রাব্বুল আলামিন এবং নিচে জনতা। আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।’

এদিকে বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে শামীম ওসমান নিজেই বৃষ্টিতে নেমে পড়েন। কাকভেজা হয়ে স্লোগান দিতে থাকেন তিনি।

বার্তাবাজার/এম আই