এবার এসএসসি পরীক্ষায় বরাবরের মতো টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের-৫৭তম ব্যাচের ৪৭ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী।

জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, মাহতাব, কাব্য, তাসনিম, শাফিউন, নূর, সুমন, পবিত্র, নোমান, আবিদ, নাইম, অমি, সোয়াইব, হাসনাইন, অরিত্র, আজাদ, শাওন, ছাব্বির, শিমুল, ইসতিয়াক, আলম, সাইদ, আদনান, তাওসীফ, আব্দুল্লাহ, তাওহীদ, নুহাদ, সাদীদ, ইসলাম, রঞ্জন, লুবান, ফেরদৌস, আলমাস, সাকিব, রোদেল, তাজওয়ার, সাবিক, সাকলায়েন, ফারহান, রুদ্র, হৃতম, হোসাম, রিসাল, আফনান, সিদ্দিকী, নাহিয়ান, রাফসান ও প্রাপ্ত।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন, ক্যাডেটরা শুধু লেখাপড়ায় নয় সকল বিষয়েই উন্নতির পাশাপাশি দক্ষতার পরিচয় দিয়ে আসছে। বিগত দিনগুলোর মতো এ বছরও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আবারও কলেজের সুনাম ধরে রেখেছে। আশা করি আগামী দিনে ক্যাডেটরা আরও ভালো কিছু করবে।

বার্তাবাজার/এম আই