দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। শুক্রবার সকাল ৮টায় উপজেলায় ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া-বলগাড়ী রাস্তার পাশে মোজামের আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল আম বাগানে এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে ওই গ্রামের গ্রাম পুলিশ (চৌকিদার) রানা রবিদাসথানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমাদের ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আমরা পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

বার্তা বাজার/জে আই