চট্টগ্রামে কন্টেইনার চাপা পড়ে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় কন্টেইনারবাহী লরির চালক ও হেল্পারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) লরি চালক শামীমকে বন্দর এলাকা থেকে এবং হেলপার লিটনকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেফতার করার কথা জানান বন্দর থানার ওসি সনজয় কুমার সিনহা।
তিনি বলেন, বুধবার (২৬ জুলাই) ভোরের দিকে বন্দর থানা সংলগ্ন সিপিআর গেইট এলাকায় বেপরোয়াভাবে ছুটে আসা একটি লরি হতে কন্টেইনার উল্টে পড়ে যায়। এসময় কন্টেইনার চাপায় পড়েন দায়িত্বরত পুলিশ কনস্টেবল নূরে আলম। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোঃ ইমরান উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। এরপর লরি চালক শামীমকে বন্দর এলাকা থেকে এবং হেলপার লিটনকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেফতার করা হয় এবং কন্টেইনারবাহী লরিটি জব্দ করা হয়।
গ্রেফতার দুইজন হলেন, লরির হেলপার মোঃ সেলিম ওরফে লিটন (৩৬)। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার গুণক গ্রামে। চালক শামীম খানের (২৮) বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শামীম স্বীকার করে যে সে লরিটি হেলপার লিটনকে চালাতে দিয়েছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি সনজয় কুমার সিনহা।
বার্তা বাজার/জে আই