বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি এ দেশের রাজপথে গড়া একটি দল। তাই কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি লাখো লোকের সমাগম ঘটাতে পারে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি রাজপথে গড়া দল। বেগম খালেদা জিয়ার পরিচালিত ও তারেক রহমানের নেতৃত্ব দেওয়া একটি দল। কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি কয়েক লাখ লোক সমবেত করতে পারবে।

জনগণ-নেতাকর্মী ও সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি কখনো অশান্তির রাজনীতি করে না। আমরা যখন আগামীকাল (শুক্রবার) কর্মসূচি দিয়েছি তখন তারা (সরকারি দল) পাল্টা কর্মসূচি দিয়েছে। এ নিয়ে তিনি সমালোচনাও করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

বার্তাবাজার/এম আই