প্রায় ২ বছর পর সামরিক কারাগার থেকে সরকারি বাসভবনে স্থানান্তর করা হলো মিয়ানমারের বন্দি নেত্রী অং সান সু চিকে। গত সোমবার (২৪ জুলাই) দেশটির সাবেক স্টেট কাউন্সিলর সু চিকে সামরিক কারাগার থেকে নেপিদোর সরকারি বাসভবনে নেয়া হয়। আজ বিষয়টি নিশ্চিত করে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
অভ্যুত্থানের পর থেকে সুচির অবস্থান ও স্বাস্থ্য সম্পর্কে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে সেনা সরকার। তাকে মুক্তি দিতে জোর দাবি জানায় জাতিসংঘ, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এর মাঝে জাতিসংঘ ও আসিয়ানের একাধিক প্রতিনিধি মিয়ানমার সফর করলেও দেখা করতে পারেননি ৭৮ বছর বয়সী এ নোবেল বিজয়ীর সাথে।
গত জুনে দু’বছরের মধ্যে প্রথম বিদেশি হিসেবে সুচির সাথে সাক্ষাত করেন থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদিনাই। এ ছাড়া সেনা সরকারের আয়োজনে আলাদা বৈঠক হয় পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার খুন মিয়াতের সাথেও।
দীর্ঘ রাজনৈতিক জীবনের ৩৩ বছরই গৃহবন্দি হিসেবে কাটান গণতন্ত্রপন্থী এই নেত্রী। এখন পর্যন্ত এ বিষয়ে মিং অং হ্লাইং সরকার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও একে ইতিবাচক হিসেবেই দেখছে জাতিসংঘ, আসিয়ানসহ আন্তর্জাতিক গোষ্ঠীগুলো।
বার্তা বাজার/জে আই