আগামীকাল শক্রবার (২৮ জুলাই) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস কনফারেন্সে এসব বক্তব্য রাখেন তিনি।

মহাসচিব যথাযথ নিরাপত্তা বিধানে সহায়তার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সমাবেশে যারা আসবে তাদের যেনো কোনো প্রকার বাধা দেওয়া না হয়।

তিনি বলেন, সমাবেশে আসতে রাজধানীর প্রবেশ মুখে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। সরকারি বাহিনির উদ্দেশ্যে হোটেলে হোটেলে তল্লাশী বন্ধের আহ্বান করেন তিনি।

বিএনপি কখনও ধ্বংসের কর্মসূচি দেয় না জানিয়ে মির্জা ফখরুল বলেন, উল্টো আওয়ামী লীগ আমাদের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিয়ে অশান্তি সৃষ্টি করে আসছে।

বিএনপির দিক থেকে কোনো রকম সহিংসতার আশংকা নেই বলেও জানান মহাসচিব।

বার্তা বাজার/জে আই