সরকার পতনের একদফা আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বায়তুল মোকাররমের খুব কাছেই সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুলিশের পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি না পেয়ে পল্টনের নিজস্ব কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন। ইতোমধ্যে একটি ট্রাকের ওপর মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই সমাবেশকে ঘিরে ব্যাপক লোকসমাগম করেছে ধর্মভিত্তিক ইসলামী দলটি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল তিনটায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চায় ইসলামী আন্দোলন। কিন্তু অফিস সময়ের অজুহাতে পুলিশ তাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি।

এরও আগে, এককিলোমিটার এলাকার মধ্যে আওয়ামী লীগ বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৯টি দল সমাবেশের অনুমতি চাওয়া কাউকে সমাবেশে অনুমতি দেয়নি ডিএমপি।

গত ২৪ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনের তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি একদফা আন্দোলনের অংশ হিসেবে ২৭ জুলাই নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়।

এ ক্ষেত্রে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যোনের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কার্যালয়ে চিঠি দেয় বিএনপি। একই সময়ে আওয়ামীলীগও পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। এতো উত্তপ্ত হয়ে উঠে দেশের রাজনীতি। বুধবার বিএনপি সমাবেশে তারিখ পরিবর্তন করে শুক্রবার করার ঘোষণা দিলে আধা ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগও সমাবেশের তারিখ পাল্টায়। তবে সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড় অবস্থানে থাকায় আওয়ামী লীগও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ আয়োজনে অনড় অবস্থানে যায়।

বার্তা বাজার/জে আই