চট্টগ্রামে ৪ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (২৬ জুলাই) নগরীর লালদিঘীস্থ জেল রোড থেকে ইব্রাহীম প্রকাশ মোঃ শফিক নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করার কথা জানান সিএমপি কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) রনি তালুকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ শাহ আমানত মাজার গেইটের বিপরীত পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইব্রাহীম প্রকাশ মোঃ শফিক নামে এক রোহিঙ্গাকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিএমপি কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এম আই