ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেল ৩টায় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগে অবস্থান করছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সামান্য দুর্বল হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়েনি ঢাকাতে, হয়নি বৃষ্টিপাত।

সন্ধ্যা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওই পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা থেকে অস্থায়ীভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে বাতাস ও অস্থায়ীভাবে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কমবে রাতের তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাজধানীতে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম। ঢাকার পাশাপাশি সারা দেশেও তাপমাত্রা কমেছে।

বার্তাবাজার/এম আই