ঢাকার সাভারে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিস।
বুধবার (২৬ জুলাই) দিনব্যাপী আশুলিয়ার কাঠগড়া এবং জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোঃ খাদেমুদ্দিন।
এসময় অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
এব্যাপারে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আজ (বুধবার) আশুলিয়ার কাঠগড়া এবং জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছিলো। একাজটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এভাবে সংযোগ নেওয়ার কারণে কাঠগড়া এলাকার বৈধ গ্রাহকদের লাইনে গ্যাসের প্রেসার কমে যায়। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েন এখানকার বৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী গ্রাহকগণ। আজকের দিনব্যাপী অভিযানে এই এলাকায় পাঁচশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এসময় নিম্নমানের পাইপ ও রাইজার আমরা জব্দ করেছি। পাশাপাশি, জিরাবো এলাকায় তিনটি হোটেলে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এভাবে অবৈধভাবে যারা হোটেলে গ্যাস সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে এসময় তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাশাপাশি, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই