ওষুধ বিক্রির অনিয়ম প্রতিরোধে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ওষুধের বাজার হাজারী গলিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর পাইকারি ওষুধের বাজার হাজারি গলিতে অভিযান চালিয়ে ১৫০ লিটার ডিএনএস স্যালাইন ও লক্ষাধিক টাকার স্যাম্পল ওষুধ জব্দ করার কথা জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এ অবস্থাকে কাজে লাগিয়ে একটি চক্র ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে পাঁচ-ছয় গুণ পর্যন্ত বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। ডেঙ্গুরোগীদের চিকিৎসায় অতি প্রয়োজনীয় ১০০ টাকার ডিএনএস স্যালাইন বাজারে বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হাজারি গলিতে অভিযান চালানো হয়।

অভিযানে অধিকাংশ অসাধু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালালেও বেঙ্গল ফার্মেসি ও চট্টলা ফার্মেসি নামক দুটি দোকানে ১৫০ লিটার ডিএনএস স্যালাইন পাওয়া যায়। যা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের অভ্যন্তরীণ ফার্মেসিতে ন্যায্য দামে বিক্রি করে দেওয়া হয়। এরপর হাজারী গলির খাজা মার্কেটের একটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এছাড়াও ৩ দোকানকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার/জে আই