বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আন্দোলনের ফসল বিএনপির হাতের মুঠোয়। যেকোনো মুহূর্তে এর ফল পাওয়া যাবে। আগামী ২৭ জুলাই শান্তিপূর্ণভাবে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকা- ৮ ও ৯ নির্বাচনী এলাকার আয়োজনে এক প্রস্তুতি সভায় মির্জা আব্বাস একথা বলেন।
তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, দলের কর্মীরা মামলা খেয়ে, জেল খেটে অভ্যস্ত হয়ে পড়েছেন।
মির্জা আব্বাস আবারও সাফ জানিয়ে দেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
বার্তা বাজার/জে আই