চট্টগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ১১ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশনের পিছনে বাচা মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ১১ জন জুয়ারিকে আটক করা হয়।
আটকরা হলেন, মো রুবেল, মোঃ ইব্রাহিম, মোঃ রুবেল, মোঃ ইউসুফ সিকদার, মোঃ সাইফুল, মোঃ বেলাল, মোঃ হুমায়ুন কবির ডালিম, মোঃ আবু তাহের, শংকর, মোঃ ইউসুফ ও মোঃ রকি আটক করেন।
আটকদের বিরুদ্ধে পাঁচলাইশ থানার নন এফআইআর নং-১৯০/২৩, তারিখ-২৫/০৭/২০২৩ খ্রিঃ রুজু হয়।
বার্তা বাজার/জে আই