ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে আবু আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জের ভাতেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হিরো আলমকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মোবাইল ফোনে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানায় বাদী হয়ে সোমবার (২৪ জুলাই) একটি সাধারণ ডায়েরি করেন হিরো আলম।

বার্তা বাজার/জে আই