চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পরিচ্ছন্ন অভিযানে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ জুলাই) নগরীর এনায়েতবাজার ও নন্দনকানন এলাকায় পরিচালিত অভিযানে ৮ ভবন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করার কথা জানান চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও বংশ বিস্তার প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মশা নিধনে নালা নর্দমায় ওষুধ ছেটান চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।
বার্তাবাজার/এম আই