মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার দায়ের করা একটি মামলায় কামরুল (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করেছে আদালত। একইসঙ্গে দন্ডিত যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (২৩ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আদিব আলী আসামীর উপস্থিতিতে উক্ত দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি কামরুল হাসান সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌশুলী এ্যাডভোকেট মোঃ নাজমুল আজম বার্তা বাজারকে বলেন, ইংরেজি ২০২১ সালের ১৭ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে জেলা শহরের বটতলা হাট এলাকা থেকে দন্ডপ্রাপ্ত যুবক কামরুল হাসানকে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।

রাষ্টপক্ষের আইনজীবী আরও বলেন, হেরোইনসহ গ্রেফতারের ওইদিনই সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মশিউর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের আরেক উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার ইংরেজি ২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারী হেরোইন ব্যাবসায়ী কামরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত সমস্ত স্বাক্ষ্য প্রমাণ শেষে এই রায় প্রদান করেন।

বার্তাবাজার/এম আই