জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অপরাধে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্ত শিক্ষার্থীর নাম তাওসীফ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৪৩ ব্যাচ) শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
গত ২৫ শে জুন অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত এ নেয়া হয়।
২৪ জুলাই (সোমবার) নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যৌন হয়রানি করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ২৫ জুন অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ অনুযায়ী ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাওসীফ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অর্থ জমা প্রদান সাপেক্ষে তিনি তার স্নাতক ও স্নাতকোত্তর এর নম্বরপত্র ও সনদপত্র উত্তোলন করতে পারবেন। এ ছাড়াও অভিযোগকারিনীর পরবর্তীতে কোনো ক্ষতিসাধন করবেন না মর্মে মুচলেকা দিতে হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ ব্যাচ) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।
সাজাপ্রাপ্তের বিরুদ্ধে এর আগেও একাধিক যৌন নির্যাতনের অভিযোগ আছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বার্তা বাজার/জে আই