আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। সোমবার (২৪ জুলাই) রাজধানীর বেইলি রোড ডিএমপি কার্যালয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সমাবেশের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২৭ জুলাইয়ের সমাবেশের স্থান হিসেবে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবি আদায়ে গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশ থেকে ২৭ জুলাইয়ের মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর আজ সোমবার (২৪ জুলাই) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মির্জা ফখরুল অভিযোগ করেন, ২৭ জুলাই মহাসমাবেশের দিন রাজধানীতে যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। কোনো ধরনের সংঘাত হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বান জানান মির্জা ফখরুল।

বার্তা বাজার/জে আই