“এটিও হতে পারে যে, সরকার নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে ছাত্রনেতাদের মাধ্যমে পদত্যাগের উদ্দেশ্যমূলকভাবে প্রচার করেছে।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পদত্যাগ নয়, জনগণের সত্যিকারের চাওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মর্যাদাপূর্ণ বিদায়।

গতরাতে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন। ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য বলেন, ‘প্রথমত: আমরা

এখনো এই খবরের (পদত্যাগ করতে চাওয়ার) সত্যতা সম্পর্কে সম্পূর্ণরূপে জানি না, কারণ এটি প্রধান উপদেষ্টার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দ্বিতীয়ত: এটিও হতে পারে যে, সরকার নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে এটি ছাত্রনেতাদের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করেছে। আমি বরং বলতে চাই যে, বাংলাদেশের জনগণের সত্যিকারের চাওয়া হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মর্যাদাপূর্ণ বিদায়।

মঈন খান বলেন, জনগণ দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করার জন্য তার উপর যে দায়িত্ব অর্পণ করেছে, জনগণ সেটির সফল বাস্তবায়ন দেখতে চায়। একই সঙ্গে এটাও দেখতে চায় যে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যে আস্থা রেখেছে, এই সরকার দেশকে গণতন্ত্রে উত্তরণের মাধ্যমে সেই আস্থার সঠিক প্রতিফলন ঘটাবে।

 

বার্তাবাজার/এসএইচ