গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নাবালক উপদেষ্টাদের কারণে আজ দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল আপনাদের দিকে তেড়ে আসবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব কারও ব্যক্তিগত অর্জন নয়। এ দেশের কৃষক, শ্রমিক, জনতা আর ঘরবন্দি মা-বোনেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে। সেই চেতনা বিক্রি করে আজ কয়েকজন নিজেদের দেশের মালিক ভাবতে শুরু করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগও মুক্তিযুদ্ধকে পারিবারিক অর্জন দাবি করতে গিয়ে আজ দেশকে পলায়নের পথে ঠেলে দিয়েছে। যদি আপনারা সংযত না হন, তাহলে আপনাদের পরিণতি হবে আরও ভয়াবহ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার কড়া সমালোচনা করেন ভিপি নুর।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেল ৪টায় উপজেলার ভুলতা এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, শহীদুল্লাহ খান, ফারুক হাসান, ইঞ্জি. জাহিদুল আলম, মাহমুদুল হাসান, হাসান আল মামুন, মঞ্জুর মোর্শেদ মামুন, সালাউদ্দিন মায়া, আবু হানিফ, ইঞ্জিনিয়ার নাহিদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।