পটুয়াখালীর মহিপুরে রান্নাঘড় থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ মে) দুপুর ১২টায় উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে জুথি আক্তার (১৪) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
নিহত জুথি আক্তার বিপিনপুর গ্রামের হান্নানের মেয়ে। তাছাড়া জুথি মা মারা যাওয়ার পরে ছোটবেলা থেকে নানা নানির সাথে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়তো।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আজ সকালেও স্বাভাবিক ছিল জুথি। সে এভাবে গলায় ফাঁস দেবে বিষয়টি কেউ বুঝতে পারেনি। সকালে খাবার খেয়ে প্রতিবেশীদের বাড়িও যায় সে। এরপর বাসায় চলে আসে। পরে রান্নার সময় হলে তার আত্মীয়রা রান্নাঘরে জ্বালানি কাঠ আনতে গেলে সেখানে ওড়ানা পেচানো অবস্থায় কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, তারা স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। নিহত জুথি তার মামাবাড়ি থেকে পড়াশুনা করত। প্রায় ১০ বছর আগে তার মাও আত্মহত্যা করে মারা যায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা ময়না তদন্তের পরে জানা যাবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এম আই