সাইবার জগতের সীমা অসীম। আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের জগতে এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, সাইবার জগতের সীমা অসীম। এই জগতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কোনো পাসপোর্ট কিংবা ভিসার প্রয়োজন হয় না। দেশের তরুণদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের তরুণদের ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, দীপ্ত পদক্ষেপে সাহসের সঙ্গে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পথ ধরে দেশ এখন স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় রয়েছে। দেশে ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টকে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী। যে ধারণা আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। স্মার্ট বাংলাদেশের মূল সূত্র হলো গতি। এই গতির সঙ্গে তাল মিলিয়ে যারা এগিয়ে যেতে পারবে না তারা পিছিয়ে পড়বে।
এ সময় দেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ে জড়িত তরুণ সমাজকে এই গতি ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বার্তা বাজার/জে আই