সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৯ মে) থেকেই কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে নজরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তিনি মারা যান। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সকাল থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোঃ নাজমুল হাসান