ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বৈবধ জেলি মিশ্রিত বিভিন্ন জাতের প্রায় ৩০ কেজি চিড়িং জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর।

রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আটি বাজারে এই অভিযান পরিচালিত হয়।

এসময় অভিযানে নেতৃত্বদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, অভিযান চলাকালে মাছ বিক্রিতারা জেলি মিশ্রিত চিংড়ি রেখে পালিয়ে যায়। জব্দকৃত চিড়িং জব্দ করে আগুনে পুড়িয়ে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। নিয়মিত চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এম আই