সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া “সান্ডা” খাওয়া নিয়ে নানা বিতর্কের প্রেক্ষিতে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী দিলেন গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যাখ্যা। তিনি বলেন, “গুই সাপজাতীয় প্রাণী যেটাকে আমাদের দেশে অনেকে ‘সান্ডা’ বলে, সেটি খাওয়া হারাম নয়। বরং এটি রুচির বিষয়।”

আজহারী তাঁর বক্তব্যে সহীহ বুখারীর একটি হাদীসের উল্লেখ করে জানান, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী মাইমুনা (রাদিয়াল্লাহু তা’আলা আনহা)-এর বাসায় একদিন সাহাবাদের সঙ্গে খেতে বসেন নবীজি। সে সময় একটি থালায় গুই সাপ ভাজা পরিবেশন করা হয়। প্রথমে বুঝতে না পেরে নবীজি হাত বাড়ান। কিন্তু উপস্থিত মহিলা সাহাবীরা বললেন, “ইয়া রাসূলাল্লাহ, এটা তো ‘দব’—গুই সাপ!”

এ কথা শুনে রাসূলুল্লাহ (সা.) সাথে সাথেই থেমে যান এবং বলেন, “আমি এটা খাই না, কারণ আমাদের এলাকায় এটা পাওয়া যায় না। তবে এটা হারাম নয়।”

আজহারী বলেন, “সান্ডা খাওয়া হালাল, তবে কেউ খাবে কি না, সেটা তার রুচির ওপর নির্ভর করে। ইসলামে এ বিষয়ে কোনো জোর নেই।”

তিনি আরও যোগ করেন, “কেউ না খেলে সেটা নিয়ে বিদ্বেষ, তাচ্ছিল্য বা জোর করার কিছু নেই। আবার কেউ খাচ্ছে বলে তাকেও দোষারোপ করা অনুচিত।”